নিখিল
মো: গোলাম কিবরিয়া
পথের ধারে পুকুর পাড়ে
জীর্ণ একটি কুটির
সেখানটাতেই বাস করিত
আমাদেরই নিখিল।
একটি শ্রাবণ মিষ্টি পূজা
হাজার খানেক অভাব
কাঠমিস্ত্রী পেশা যদিও
ধারদেনা তার স্বভাব।
হাজার টাকা আয় করে সে
রোজ সন্ধাবেলা
কি কিনিবে কি শুধিবে
অভাব যে তার মেলা।
ছেলেমেয়ে পড়ছে স্কুলে
অনেক আশা তার
ওরা যদি মানুষ হয়
দুঃখ কিসের আর।
এই ভেবে সে চলে ফিরে
আসবে একদিন সুখ
অভাব যত ঘুচে যাবে
রইবে না আর দুখ।
যাচ্ছে যতই দিন যত আর
সুদের খাতা ভারী
এনে টেনে দিচ্ছে যে সুদ
জীবন যায় যায় তারি।
বন্ধ হলো পূজার ইস্কুল
শ্রাবণেরো তাই
সুদ দিবে না আসল দিবে
জীবন গেলো ভাই।
ছাড়লো ভিটা স্বজন সকল
স্বপ্ন ছেলেমেয়ের
সুদের তরে সব গেলো তার
লাভ সহ সুদখোরের।
এই যে নিখিল একটি মানব
সাক্ষী যুগে যুগে
হাজার নিখিল সুদের চক্রে
মরছে ভোগে শোকে।
সুদখোরেরা বেজায় খুশি
সব লুটে নিখিলের
নিখিল যদিও নিঃস্ব এখন
কি হইলো সমাজের?
সমাজ কি তার লইবে খবর
শুনবে আহাজারি
সময় এখন প্রতিবাদের
সুদখোর সবাই ছাড়ি।
এরা আবার কিসের মানুষ
কিসের বন্ধু ভাই
এদের চেয়েও পশু ভালো
হিংস্র হলেও তাই।
১২/০৮/২০২৩
Leave a Reply