বিশ্ব বুকে রূপে গুণে একটি দেশ, সে আমার বাংলাদেশ
বিবর্তনে বিবর্তনে বহুপথ হেঁটে, সে ধরেছে এই বেশ।
বিন্দুবিন্দু বালি স্তরেস্তরে জমেজমে ব-দ্বীপ উঠেছে গড়ে
বর্ণ, বর্ণমালা, বাংলাভাষায়, বাক্যে বাক্যে হৃদয় যে ভরে।
বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু যেন একই আত্মায় বসবাস।
বিজয়ে বিপ্লবে বিবেকের সুর বিপথগামীকে করে নাশ।
বিচিত্র বিপুল নৈসর্গিক রূপখনি দিয়েছেন বিভু ঢেলে,
বলাকা বাবুই বুলবুলি বালিহাস খেলে বনে জলে-স্থলে।
বউ কথা কও, বসন্তদূত ও পাখির গানে মুগ্ধ হৃদয়
বিহঙ্গ প্রজাপতি শস্যের মাঠে নেচেনেচে করছে প্রলয়।
বকুল বেলি ঘরে বাইরে জনেজনে আজো সুগন্ধ বিলায়
বনষ্পতি বাবলা বাইন শাল সেগুনে সুখস্পর্শ বুলায়।
বসন্তে শীতে, বর্ষা বাদলে কিংবা গ্রীষ্মে বিচঞ্চল প্রকৃতি
বঙ্গোপসাগর তীরে দীর্ঘ বেলাভূমে ব্রাজক মনের নতি।
বাষ্প হয়ে বারিধির বারি যায় ভেসে ভেসে দূর বহুদূর,
বেয়ে যায় তরী মাঝিমাল্লা ভাটিয়ালি কীর্তণ মধুর সুর।
বিহানে সূর্যোদয়ে, বিকালে অস্তাচলে বর্ণিল রূপে মোহিত
ব্যাকুল বাসনা বাংলার বুকে মহাসুখে হই সমাহিত।
ব্রহ্মপুত্র বুড়িগঙ্গা পদ্মা যমুনায় নিত্য জল বহমান
বসন্তে বাউরি হাওয়া দেহে বর্ণালি রূপ ঢালছে সমান।
বাঁশঝাড়, বেতঝাড়, বুনোফুল প্রাণে সুখের পরশ আনে।
বাগ-বাগিচায় বল্লরি ফোটে বাগেবাগ শত ভ্রমর গানে।
বাঁশি সুরে বিমোহিত প্রাণ, বরাভয় লভে হাঁটে মুক্তি খুঁজে
বুকেতে জ্বলে দেশপ্রেমের বহ্নিশিখা সারাদিন ক্ষণ মাঝে।
বাঁধনহারা সুখ উৎসব পালনে, জাতিধর্ম ভেদ ভুলে
বিচ্ছেদ ঘটাতে পারে নাতো দেশভক্তি শ্রদ্ধায় কেউ চাইলে।
বিমল মনে বিশুদ্ধ বিভা, সুখের বলয়ে করে বসবাস।
বিনিসুতা মালা গাঁথা থাকে সব বাঙালির অন্তরের পাশ।
p2k6ev