অদ্ভুত মানুষ তুমি
না পুরুষ, না মহিলা, না তৃতীয় লিঙ্গের!
একই কন্ঠস্বর
একই শরীর,
তোমার সম্মোহনে বোকা হয়ে গেলাম!
পারস্পরিক সমঝোতা
চর্ব-চুষ্য-লেহনে তুমি বিশাল পারদর্শী
যা সৃষ্টির স্বাভাবিক ঔদার্যবোধ,
আবার সামাজিক চৌহদ্দি ভেঙে
কখনো শ্রমিক, কখনো রমণী
কখনো নবজাতকের আশির্বাদিকা
বহুত্ববাদের অন্ধত্ব সরিয়ে একাঙ্কিকা
এক পরিপূর্ণ মানুষ,
যা ব্যত্যয়হীন।
ঈশ্বরের সমগোত্রীয় তুমি
না দেবতা, না দেবী, না ভাগাভাগি!
একই ধর্ম
একই মনুষ্যত্ব,
রক্ষণশীলতা অপমৃত্যুর আর এক নাম।
Leave a Reply