খুব স্বাভাবিক বিষয় …
আমি কেন ততটা এগিয়ে নেই ?
যতটা সে আছে পরিচিত হয়ে, আমারতো
সেখানেই থাকার কথা ,
কারন সে যা পারে,
আমিও তাই পারি,
তবে কেন সে আমার আগে এগিয়ে????
এ প্রশ্ন,মনের ভেতর অস্হিরতা,
বর্তমান সময়ে।
সমাজে মানুষকে চরম ব্যর্থ করার মতো এক সত্য!
যে মিথ্যে সত্যের পিছনে আমরা ছুটছি!
এমন সত্যের কি কোন মূল্য আছে?
নেই…ভরসা করো কথাটার।
কারন এটা কোন সত্য নয়,
এটা হচ্ছে স্বাভাবিক একটা ধারা,
কেউ থাকবে এগিয়ে ,
তো কেউ থাকবে আরো
সামনের দিকে এগিয়ে যাবার প্রক্রিয়ায়,
কিন্তু পিছিয়ে নয় কেউ।
এই সুন্দর সত্যটাকে সবাই উপেক্ষা করে যায়।
ধারনা ভুলের কারনে , অনেক মানসিক চাপের সম্মুখীন হয়ে, অনেকেই অনেক কিছু করে বসে।অভিমান করে করে , অভিযোগ করে,যা তার
করা ঠিক নয়,
রাগের মাথায় ভুলটাই করে বসে!
যোগ্যতা আগে পরের কোন বিষয় নয়, প্রতিযোগিতাও নয়।
শুধু মাত্র সময় এর উত্তর।
প্রত্যেকেই তার নিজ নিজ সময়,
অবস্থান এবং গতিতে ,
আসলে এক ধরনের অভিজ্ঞতার
জড়িত প্রক্রিয়ায় চলমান।
নিজেকে অবহেলিত না মনে করে,
কাওকে দোষারোপ না করে ,
কাজ করে যাওয়াই এই গতির ,
সত্যতা,সফলতা।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে
নিজের কাজটা যথার্থ ভাবে করে যাও।
তোমার সাধনা তোমাকে
কোনদিকে সফলতা দেবে ,
তা সময় বলে দেবে,
অন্যের দিকে তাকিয়ে থেকে
সময়কে নষ্ট করোনা।
আর ধৈর্য্যের ফল মিঠা তা তো জানোই!
অন্যের সফলতায়
ক্লান্ত না হয়ে ,ইর্ষান্বিত না হয়ে,
নিজের কাজের গতিতে অবিচল,
পুর্ন আস্হাশীল,
এবং আত্মবিশ্বাসী থাকো।
সফলতা শুধু মাত্র সময়ের ব্যাপার…
জীবন সার্থক হোক সততায়,
বোধের মূল্যয়নে।
বোধহীনের সফলতার
কোন মূল্য নাই।
ফাহমিদানবী💐
Leave a Reply