সাথী হারা পাখি, গায় একাকী, রাতের গভীরে।
বিবাগী সুরে, বাঁশি কে বাজায়, রাতের আঁধারে?
নদী বহে যায়, ছোট ছোট ঢেউয়ে, বাড়ির কিনারে।
ভাটিয়ালি গান, গেয়ে যায় মাঝি,সকরুন সুরেরে ।
কুয়াশার রাত, পাতা ভিজে যায়, রাতের শিশিরে।
রাত ভোর হয় , ধরণী জাগে, ঘরের বাহিরে।
ভোরের সুরুজ, ডাক দিয়ে যায়, গ্রামের সবারে।
আলোকিত ভোর , খুলে সবে দোর, গ্রামখানি জাগেরে।
গরু নিয়ে যায়, রাখালের দল, শীতের হাওরে।
সর্ষের ক্ষেত, হলুদিয়া মাঠ, কেন খালি ডাকেরে।
ফসলের গান, কিশানের হাসি, বড় ভালোবাসি রে।
জীবনের শেষে, এদেশের বুকে, শায়িত করো, আমারে!
————————————————————-
এ দেশের বুকে: আ ন ম কদর উদ্দীন
Leave a Reply