যদি বৃষ্টি নামে
“””””””””””””””””””””””””””
যদি বৃষ্টি নামে?
নামুক। আমি বাধা দেবো না।
ভিজে আকাশ তছনছ করে দিক তোমার পদ্ম-শরীর।
আমি বাধা দেবো না।
বরঞ্চ,
তোমার বুকের ঘ্রাণ
নিতে নিতে—
আমি আঁকবো পথের গল্প।
আমি আঁকবো প্রাক্তনদের সুগন্ধা-নগরী।
আমি আঁকবো ঢেউয়ের নদী।
আর—
আঁকবো ভেজা ভেজা
শরীরে ছড়িয়ে পড়া তোমার কাব্যময় চুক্তিনামা।
Leave a Reply