লক্ষ্মণরেখা
আনিসুর রহমান টিপু
এই যে এখানে, এত এত নিকটবর্তী অন্ধকার!
শেকড়ের এত যে বাঁক নেবার অভ্যাস!
এত যে নির্বাণোন্মুখ বন্ধন!
শঙ্খ বাজিয়েও ঠেকানো যায় না আগ্রাসি পতন
সীমান্তে পালিশ-ওঠা অভিশপ্ত সুরবেলা,
মৃত্যুবাহী পোতাশ্রয়; এতটাই দাউদাউ
আমার যে আর-
আবাহনযোগ্য কোনো স্থাবরই রইলো না!
তবু-
দেহকে অতিক্রম করে
আমিও শিখে নিই
নির্মাণের অব্যর্থ শৈলী।
নিজেই তৈরি করি নিজের অ্যানাটমি…
.
Leave a Reply