“যাবোনা তোমার দেশে”
……….……………………….
যে দেশে তোমার গোপন বাঁশরী বাজে।
সেই দেশে কি আমার যাওয়াটা সাজে।
যে ঘরে তোমার নতুন অতিথি এলো,
মত বিনিময়ে – শুভ পরিণয় হলো,
আলো আধারের মাঝে।
সেই ঘরে কি আমার যাওয়াটা সাজে?
যে বাঁশি তোমার অতীতের মোহ,
ছেড়ে গেছো যার সুরের স্নেহ,
নতুন সুরের খুঁজে।
সে বাঁশি কি আর বাজে?
ক্ষতি নেই ভেবে সকল পন্য,
দান করে যাকে করেছো ধন্য;
ধন্য হয়েছো নিজে।
তার সাথে কি আর আমার তুলনা সাজে?
যাকে পর করে কেঁদেছিলে একা,
তার বুকেও কি জ্বলেনাই শেখা;
হারিয়ে সকল বাসনা?
তার দুঃখে-দুঃখী হয়োনা।
জানি জানি তুমি চিরতরে চলে গেছো।
ভুলোনি যে আজো একথাও জানিয়েছো।
তবু পথ-পানে চেয়ে থেকোনা।
কোনো দিন যদি দেখা হয় ভুলে,
পরিচয় দিয়ো নয়নের জলে,
মূখ ফুটে কিছু বলোনা।
শূন্য দোলনা দেখো যদি কোথা’,
ভেবে নিয়ো তার বুকে বড়ো ব্যথা।
পেয়ে হারানোর বেদনা।
চুরি করেছিলে,পড়োনিতো ধরা ;
যার মাল নিলে সে তো আধ মরা।
হাটে যেনো হাঁড়ি ভেঙ্গোনা।
তাকে আর ফিরে চেয়েনা।
Leave a Reply