জীবন কখনোই যন্ত্রণাহীন নয়,
কষ্টহীন জীবন
অর্থহীন জীবন
সমস্যাহীন জীবন
কারো হতে পারে না,
না তোমার না আমার।।
বড় বয়সের কষ্টগুলো বর্ণনা করা যায় না,
বড় বয়সে চোখ ভিজে যায় দেখানো যায় না।
একই পদ্ধতিতে নিজের মানুষগুলো চললে,
একসময়ে পদ্ধতি আর ভালো লাগেনা,
সময় অনুসারে পরিবর্তন হতে হয়,
উপযুক্ত পরিবর্তন,
সময়োপযোগী পরিবর্তন।।
প্রয়োজনে নিজের মানুষগুলো দূরে যায়
নিজে থেকে যায় গন্তব্যে নিজের আবাসে
শূন্য হয়ে যায় আশেপাশের মানুষ
হৃদয় বুঝতে পারে অবজ্ঞা!
হৃদয় কষ্ট অনুভব করে, বড় বয়সে মুখ ফুটে কিছুই বলেনা।
বলা যায় না,
এগুলো নিজেই বহন করে চলতে হয়।
এর নাম একাকীত্ব বাবা।।
এম, রহমান রানা।
Leave a Reply