সিঁড়ি
“””””””””””””””””””””””
তোমার সিঁড়ি ভেঙ্গে নিচে
নামছি।
দেখছি আলোহীন পথ অজানা গহ্বরের
দিকে বেঁকে গেছে
সারি সারি।
আমি হাঁপিয়ে উঠছি।
আমি—
ভাঙছি তোমার ওষ্ঠদেশ।
ভাঙছি তোমার উরুর ঈষদুষ্ণ হাওয়া।
ভাঙছি তোমার নিখুঁত স্তন।
অতঃপর,
ভাঙছি তোমার নাভি-মূল,
নিঘুম নগরী।
অথচ—
তোমার রহস্যের উদ্যান
ভেদ করতে হাজার বছর লেগে যাবে।
Leave a Reply