হে প্রভু, ক্ষমা করো মোরে
ড. মহসিন আলী,
হে প্রভু, তুমি দয়ার সাগর সৃষ্টি কর্তা করুনার ছায়া
তুমি যে রহমতের ভান্ডার দাও মোরে তোমার মায়া ।
তুমি মোরে করেছ সৃষ্টি দিয়েছ জীবন এই সুখী সুন্দর ভূবনে
দিয়েছ আলো দেখিতে তোমার সৃষ্টির সকল রুপ দুই নয়নে ।
দিয়েছ মোরে শক্ত দুটি পা চলিতে সারা দুনিয়ার মাঝে
তোমার নিয়ামত দুটি হাত মোর জীবনের সকল কাজে ।
নাক মুখ কান সবই তোমার দান নিঁখুত দেহ অফুরন্ত দয়া ॥
দিয়েছ মোরে অঢেল ক্ষমতা জ্ঞান আহরন গবেষণার বুদ্ধি
পাপ পুণ্যি ন্যায় অন্যায় বিচার করে করিতে আত্মাকে শুদ্ধি ।
দিয়েছ মানবেরে প্রেম ভালবাসা জীবন সঙ্গী হৃদয়ের অনুভূতি
দয়া ক্ষমা করার দিয়েছ শক্তি তাই শ্রেষ্ঠ করেছ মানব জাতি ।
তোমার গুনের নেই কো শেষ হে আল্লাহ দাও মোরে তোমার ছায়া ॥
দিয়েছ মানবেরে মর্ত্যের স্বর্গ নীল আকাশের নীচে ত্রিভুবন পরে
সোনালী সূর্য্য চাঁদের আলোয় সোনালী ফসলের মাঠ দিগন্ত ভরে ।
সবুজ বন বাতাস বর্ষণ মিঠা পানি পাহাড় নদী সাগর পশু পাখী
সবই দিয়েছ মানুষের কল্যানে তাই তো কেঁদে কেঁদে তোমায় ডাকি ।
কি করে জানাই কৃতজ্ঞতা ক্ষমা করো হে প্রভু দাও মোরে তোমার মায়া ॥
আল্লাহ্র বান্দা নবীজির উম্মত আমি মাফ করো দাও মোরে তোমার ছায়া ॥
Leave a Reply