বাল্যস্মৃতি-কামারশালা
অমর কর
কামার বাড়ীর কামারশালা
যেন কোন এক পান্থশালা
সব মানুষের মিলন মেলা
কাছের দূরের যত পথিক
থামছে হেথায় যেন শ্রান্তির সে নীড়।
যে মানুষটি পেশীবহুল হাতে
বুকের পাজড়ের ক্ষয়ীষ্ণু নিঃশ্বাসে
যাচ্ছে পিটিয়ে লোহা দিনে রাতে
যোগাতে অন্ন ক্ষুদার্ত উদরে
ঝড়িয়ে ঘাম জলন্ত অঙ্গারে
তবুও ব্যস্ত সহাস্য বদনে
জানাতে সম্ভাষণ সকল পথিকজনে।
হৃদয় তাদের অতি কোমল
গাঙয়ের স্বচ্ছ জলরাশি যেমন
ভালবাসার দানে তারা অতি মহান
অতিবিদ্যানেরও যেথায় নেই কোন স্থান।
তারাইতো গড়েছিল একদা মানবসভ্যতার সোপান
প্রস্তর যুগের পর লৌহযুগ তারই প্রমাণ
তবুতো সমাজ তাদের দেয়নি কোন প্রতিদান
শুধুই মিলেছে বংশপরম্পরায় অবহেলা আর অপমান।।
(সংশোধিত – ২২/০৬/২০২৩)
Leave a Reply