সত্যের জয়
হাবিবুর রহমান রুবি
আমি সত্যকে করতে জয়
পাইনা কভু মরণের ভয়,
দুঃখে দুঃখে হই যদি ক্ষয়
তবু ও হবে সত্যের জয়।
দিবানিশি জ্বলছি আমি
মিথ্যার অনলে পুড়ে
কত লাঞ্চনা গঞ্ছনার যন্ত্রণা
নীরবে যাই সয়ে,
আঁধার কেটে হবে সূর্যের উদয়
একদিন জেনে রেখো নিশ্চয়ই ঐ
ছুটছি আমি একা দূর্গম পথে
সঙ্গী বিহীন এক পৃথিবীতে,
জীবন যুদ্ধে নেমেছি মাঠে
ভয়হীন অন্য জগতে,
মিথ্যার কাছে মানবনা পরাজয়
বেদনার মাঝে হবে দিগবিজয় ঐ
শত বাঁধা বিঘ্ন পেরিয়ে
যাব লড়ে একা সব এড়িয়ে,
অচেনা পথে যদি যাই হারিয়ে
মরণ যেন হয় সত্যের মুখে দাঁড়িয়ে
তিলে তিলে হবো ক্ষয়,যত প্রাণে সয়
মানুষ জেনে গেছি কত যে নির্দয় ঐ
Leave a Reply