মুজিব তোমায়,
( রফিকুজ্জামান রফিক )
১৫/০৮/০২৩
মুজিব তোমায় মনে পড়ে
লাল সবুজ দেখে,
মুজিব তোমায় লালন করে
বুকের মাঝে রেখে,
মুজিব তোমায় ভালোবাসি
বাংলা ভাষা পেয়ে,
মুজিব তোমায় মনে ধরে
বাংলায় গান গেয়ে,
মুজিব তোমার ছবি আঁকি
অগ্নি কন্ঠ শুনে,
মুজিব তোমায় মাল্য বরি
ঘড়ির কাঁটা গুনে,
মুজিব তোমায় স্মরণ করি
বিদ্যাপীঠে গেয়ে,
মুজিব তোমায় সালাম জানাই
বাংলা বই পেয়ে,
মুজিব তুমি না থাকিলে
কিছুই পেতো না জাতি,
তোমার জন্য পেয়েছি সবে
তাইতো মালা গাঁথি,
মুজিব তোমায় স্মরণ করে
এই বাংলার বুকে,
জীবন দিয়ে রেখে গেছো
মাতৃভূমি সুখে ।
Leave a Reply