সময় বলে দেয় সবি
যে শহরে আলো নেই;
চলো সেখানে।
যে নদীতে পানি নেই;
চলো সেখানে।
যে বাগানে ফুল নেই;
চলো সেখানে।
যে লোকালয়ে নিরাপত্তা নেই;
চলো সেখানে।
সত্যি বলছি!
হুম__
ভেতর থেকেই বলছি।
চারিদিকে অনিয়মে ডামাডোল
সেখানে কি করে তুমি মুক্ত?
এখানে বিত্তের কষাঘাতে
প্রখর সূর্যের উত্তাপ মলিন।
এখানে হরদম লুটপাট চলে
রক্তচোষারা সব হায়না হয়ে।
দু-কলম পড়ালেখায় বুলি আওড়ায়
জ্ঞানের প্রদীপ নিভিয়ে।
সব বিলকুল মুখোশধারী
অথচ মহত্বের সাইনবোর্ডটি তার দখলে।
এতো আলো, কোমল নদী, বাগান বিলাসী হয়ে
কি লাভ?
লোক দেখানো??
ও সব অজানা নয়
ঐ যে কোনো এক কবিতার বলেছিলাম
এখানে সবি চলে….
আড়ালে নয় প্রখর দিবালোকে।
তবে কি এখান থেকে
বেরিয়ে আসতে নেই?
না নেই__
কারণ এরি ভেতরে তোমাকে বাঁচতে হবে
যুদ্ধ-যুদ্ধ খেলা করে।
আর এতো ভালো হয়ে কি লাভ বাপু?
সবাই যেখানে অন্য পথে
তুমি একা উল্টো পথে কি করবে বলো!
বরং মিশে যাও
দানবের দাবানলে
সুযোগ পেলে মটকে দিয়ো
এক-এক করে।
এখন__
হয়তো সময় গড়িয়ে
অন্য সময়ের মারপ্যাঁচে
তুমি বন্দী…
তবুও নিরাশ হতে নেই;
দেখবে তোমার দলে অনেকেই;
হাত বাড়িয়ে ভীষণ প্রতিবাদী হয়ে;
সব অচল মাল-গুলোকে দুমড়ে-মুচড়ে
কোন ঠাঁসা করে।
আবারো কুহুতানে
বিষাক্ত নগরী হয়তো ফিরিয়ে দিবো
সচলতা__
নয়তো এখানেই ইতি মানবতা।।
Leave a Reply