চাওয়া পাওয়া
হাবিবুর রহমান রুবি
তারিখ
আমার যা চাওয়া পাওয়া ছিল
তা অনেকটাই পূর্ণ হল ,
নতুন করে কি আর চাইব ?
তবে একটা কিছু চাই!
এসো না সবাই মিলে,
হাতে হাত রেখে কাঁধে-
জড়ালো কন্ঠে গ্ৰাম্য কিবা শহরের বৈঠকে ,
আমার সোনার বাংলা বন্দনাটা গাই।
যারা মিথ্যা অভিযোগে
মিথ্যা যন্ত্রণায় ভোগে ,
খুঁজে ফিরে বেঁচে থাকার ঠাঁই ।
তুমি হবে আমার সহযুদ্ধা !
মরমী কবি কাজী নজরুল রবি ,
এই দেশে তো এখন আর –
গীতিকার সুরকারের অভাব নাই,
আমি ফরমালিন মুক্ত বাংলাদেশ চাই।
তুমি কি দেবে আমায় ?
আমি ঠিক যা চাই ।
যারা নির্যাতিত
ন্যায়ের বিচার থেকে বঞ্চিত,
এসো না অন্যায় প্রতিবাদে রুখে দাঁড়াই
আমি বাংলার মানবতা ফিরে পেতে চাই।
এসো না সবে মিলে চলো যাই অগ্নি পথে ,
ঘুমন্ত মানুষকে জাগাতে ।
আর কতো দেখবে হেসে –
রং তামাশার মঞ্চে বসে ,
বাঘ সিংহের লড়াই ,
আমি শান্তির চুক্তির স্বাধীনতা চাই।
জানি তুমি অক্ষম ,
স্বার্থের কালো হাটে সখ্যতার সক্ষম।
থাকো তুমি নিরবে মনের আনন্দে,
নেশার ঘোরে সেজে অধম নরাধম ।
ভালবাসার পদ্য মাঝি প্রতিবাদে আছে রাজি,
প্রেম ভক্তি ভালবাসার রূপ শক্তি,
তোমাকে selot জানাই
সবার প্রাণের আনন্দ মিছিলে বাঁচতে চাই।
Leave a Reply