তর যে সয় না
কাল সারারাত খোলা বারান্দায় বসে কেঁদেছি
কেঁদে কেঁদে এক দোজখ আগুন নিভিয়ে ফেলেছি
কিন্ত, বুকের ভেতরে জমে থাকা আগুন নেভাতে পারিনি।
কত সহজে তুমি সব শুনতে পাও
হৃদয়ের কথা শুনতে তোমার বিশেষ কিছু লাগে না
তবুও অধম আর্তনাদ শুনানোর উপায় খুঁজে বেড়ায়।
তোমাকে পেলে নরকের আগুন নিভে যাবে জানি,
কিন্তু, এ কথা কেমনে বিশ্বাস করাব তোমায়–
বিশ্বাসের খোঁজে আশ্রয় নিয়েছি কালে।
পড়ন্ত বিকেলে অভিমান ঝড়ে পড়বে
বুকে টেনে নেবে চিরন্তন পালে– সেও আমি জানি;
কিন্তু, তর যে সয় না আমার!
মামুন আনসারী
এসএস, সিআইডি
আজিমপুর, ঢাকা
২৩/১২/২০২২ খ্রি.।
Leave a Reply