মরছি শুধুই
সুরঞ্জীৎ মণ্ডল
কবিতারা সব হারিয়ে গেছে
রূপসা নদীর জলে,
হাত ইশারায় ডাকছে শুধু
মুগ্ধ ঢেউয়ের ছলে!
আমি শুধুই ফেলছি পা
লাজুক রোদে এলিয়ে গা,
নতুন ধানে বুনে শিশির
স্বপন জুড়ে দিচ্ছি তা।
সে কেবল হাসছে দূরে
গানটি এঁকে বাউল সুরে,
আমি মিছে একতারাতে
খুঁজে তাকে মরছি ঘুরে!
তবুও সে রূপক জলে
বুনছে কুহক অস্তাচলে,
আমার আমি মরছে শুধুই
ডুব সাঁতারে রূপ অতলে!
Leave a Reply