আমার হাঁটিতে ইচ্ছে করে
দূরে -বহুদূরে-সহস্র অযুত লক্ষ্য বছরের পথ
সম্মুখে নয় কেবলই পশ্চাতে।।
অদ্ভুত এক বাসনায় চলি আমি, রাত্রি দিন
সভ্যতার শীর্ষে আরোহিত বর্তমানের নগর জীবন
এবং অযুত বর্ষ পূর্বের কথিত আদিম বর্বর জীবন
এ দু’য়ের মাঝে কতটা তফাৎ।।
একবার নয় ইচ্ছে করে বার বার
আনারকলির কক্ষ পাশে সঙ্গোপনে
কান পেতে শুনি সেদিনের প্রেমকথা।।
আবারও ফিরে আসি সুসভ্য নগর জীবন মাঝে
শুনি আঁড়ি পেতে সুশোভিত পার্কে রেস্তোরাঁয়
আজিকার রোমিও -জুলিয়েটদের প্রেম আলাপন।।
এক দূর্বার ইচ্ছায় আহত পাখির মতো
ছটফট করি অবিরত।।
বার বার উল্টে যাই পুরনো ইতিহাসের পৃষ্ঠাগুলি
যেখানে রোমান্টিক জীবনের গন্ধ পাই
শুঁকে দেখি আছে কিনা ভিন্ন কোন স্বাদ।।
কেবলই মনে হয় পুরনো সেই কথা সেই গান
সেই একই সুর ভিন্ন স্বাদে গাহিবার চেষ্টা মাত্র
রং বদলায় শুধু রং বদলায় বাহিরের
Leave a Reply