যান্ত্রিক যন্ত্রনা
.
লাউয়ের মাচা ঝিঙে দেখি না
দোয়েল শ্যামা ফিঙে দেখি না
দেখি না হলদে পাখি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
মাছরাঙা বউ ডাহুকের ছানা
কাছে আয় ধরি তোর হাতখানা
বলে না এখন ডাকি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
কলমির ঘ্রাণ জুড়ায় না প্রাণ
শাপলার বিলে হয়নাতো স্নান
কাদা পানি গায়ে মাখি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
সর্ষের ফুলে নদী উপকূলে
হাঁটিনাতো একা জুতা মোজা খুলে
স্মৃতির ছবি আঁকি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
অবসর কই কবিতায় ঢুকি
অফিসে ফাইলের গন্ধ শুঁকি
ছুটি পেতে কতো বাকি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
শিউলির ঠোঁট শিশিরের দানা
জবাটারে ছুঁয়ে দেখতেও মানা
স্বপ্নটা চেপে রাখি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
চারিদিকে দেখি নিয়মের খরা
মনটা জুড়ে রোগ ব্যাধি জ্বরা
বৃষ্টিরে কাছে ডাকি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
বাঁশি বাজায় রাখালের ছেলে
পাল তোলা নায়ে মাছ ধরে জেলে
খেয়াঘাট আছে নাকি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
মুসাফির তুই পেতে চাস ছুটি
দূর্বাঘাসে খাবি লুটোপুটি
মিছে সুখ মাখামাখি
আমি এক নিঠুর শহরে থাকি . . .
.
মনটারে কই শীঘ্রই পালা
শুকাবে নদী ফুল ডালপালা
নিভে যাবে কালো আঁখি
আমি এক নিঠুর শহরে থাকি . .