ভুল শুধু ভুল
—————-কলমে খাজা সাদ্দাম হুসাইন
মায়া ভরা এ ধরনী দু দিনের বাস-
থাকবে দেহটা পড়ে চলে গেলে শ্বাস !
মাটিতেই মিশে যাবে যতনের তণু.,
তিলে তিলে খাবে তাকে কতনা জীবাণু !
থাকবে দালান বাড়ি দামী আসবাব-
আমার আমার করে নেই কোন লাভ !
চলে তো যেতেই হবে আজ বাদে কাল-
উত্তম হয়ে তবু গড়ি জঞ্জাল !
মিছে সব মাখামাখি আপনার খেল্-
মুক্তি না নিতে পেরে কেটে গেছি জেল !
হেসে খেলে দিন গেছে বুঝিনি তো মূল-
আমলের ঝুলি ভরা ভুল শুধু ভুল !!
Leave a Reply