তৃষ্ণার দরজা
বদ্ধ পৃথিবীতে
আবদ্ধ জীবন
ফুঁ দিলেই খসে পড়ে
ফাই করলেই নিভে যায় বাতি
ভিতর থেকে বেরিয়ে আসে
নির্গত হয় ইথারিয়াল ব্লুজ
বেগুনি রঙের নরম বর্ণে
ভেসে ওঠে
পুঞ্জিভূত উন্মোচিত
লালি পরিবর্তন প্রতিফলিত ঘূর্ণির দর্পণে
যার জন্য আমি
আমার জন্য যে
সে এখন ফোঁটা ফোঁটা গলিত সোনা
তালমিছরিকে যদি বলি তুলো মিছরি
তবেই বর্ণনা করা যায় নীল ঘনঘটা
বিশ্লেষণে উঠে আসে ঠিক আকাশের মেঘ
মেঘের পিছনে কেউ
তাকে কেউ দেখেনা
আমি দেখি অবাধ্য কায়া লম্বা ও বাঁকা
আঁশযুক্ত গা
লবণ মাখা পা
ঘোলাটে বটে তবে স্বচ্ছ আকাশ রঙে আঁকা
কৌতুহলি চোখ
ছমছম রহস্যে মুখ ঢাকা
বুদ্ধিসীমাবদ্ধ
কল্পনা অসীম
তবু দেখি অসীমে না দেখা
তৃষ্ণার দরজায় সকল কিছুই শূন্যের মতো ফাঁকা।
Leave a Reply