1. hthvlixr@mailkv.com : charlene45s :
  2. liubomir8745@gmail.com : creatanlije :
  3. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  4. jordozognu@gufum.com : jordozognu :
  5. Nadiburipaji@gmail.com : Nadia :
  6. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  7. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  8. shibuojha1997@gmail.com : shibu ojha :
  9. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
এম শিশির আলম এর ছোট গল্প -মাটির মায়া - dakhinbongonews25
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
কোনো নৈরাজ্যকর পরিস্থিতি বা সংকট তৈরি কাম্য নয় : বাংলাদেশ ন্যাপ গণ চীনের ৭৫তম বার্ষিকীতে শুভেচ্ছা ইতিহাসের অন্যতম বৃহৎ বিপ্লব চীন বিপ্লব : বাংলাদেশ ন্যাপ ভালুকা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদের বহিস্কার চায় অধিকাংশ নেতা রাজনৈতিক শূণ্যতা পূরণে স্বপনের মত মেধাবী রাজনীতিকের প্রয়োজন : বাংলাদেশ ন্যাপ কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যই মুক্তিযদ্ধের চেতনা পরিপন্থি : এনডিপি চেতনার নামে প্রজন্মের মধ্যে বিভক্তি রাষ্ট্রের জন্য শুভ নয় : বাংলাদেশ ন্যাপ অনির্দিষ্টকালের জন্য কুবি অর্থনীতি শিক্ষার্থীদের ক্লাস -পরীক্ষা বর্জন  আবাসনের ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ অমানবিক : গোলাম মোস্তফা সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ : অবিলম্বে কোটা ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন বাজেটে সাধারণ জনগনের স্বার্থের প্রতিফলন চাই : বাংলাদেশ ন্যাপ’র ১১ সুপারিশ
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৫★ বইমেলার ২০২৫ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

এম শিশির আলম এর ছোট গল্প -মাটির মায়া

  • সর্বশেষ আপডেট শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

মাটির মায়া

আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে চিত্রা নদী, নদীর দুই পাশে অনেক গ্রাম, সবার সীমানা শেষ হয় নদীর পাড়ে। এককালে এই নদীতেই চলতো বড় বড় নৌযান, এখন বর্ষায় ছোট বড় নৌকা চললেও বছরের অন্য সময় দেখা পাওয়া দায়। গ্রাম গুলোতে হিন্দু মুসলমানের অত্যন্ত ভালো সহাবস্থান, বিভিন্ন উৎসবে সবাই মিলে মিশে আনন্দ করে। ঈদের আনন্দ সবাই মিলে, দূর্গা বা বাসন্তী পূজোতেও সবাই মিলে মিশে একাকার। বিকেলের আড্ডাতে একসাথে ঝালমুড়ি বা চা শিঙাড়া, বিয়ে- বৌভাত বা সামাজিক কোন অনুষ্ঠানে সবার উপস্থিতি থাকবেই।

অযোদ্ধার বাবরি মসজিদ কিংবা গুজরাটের রামমন্দির ইস্যুতে যখন ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তখন তার রেশ বাংলার মাটিতেও চলে আসে। আমাদের দেশের অতি ধার্মিক বা বকধার্মিকেরা রামু, চৌমুহনী, কুমিল্লা বা রংপুরে মন্দির পোড়ায়, ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ভীত- সন্ত্রস্তভাবে দিন কাটায় কিন্তু আমাদের এলাকায় এ সবের কোন আঁচ লাগে না। এটা সবার পৈতৃক নিবাস, যার যার ধর্ম সেই পালন করে, সবাই মিলেমিশে বসবাস করে।

আমাদের গ্রামের বিপিন কাকা ( বিপিন কৃষ্ণ সাহা) সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, মাঠে জমি জিরাত ভালোই, নিজে কাজ করে, কামলা রেখেও কাজ করায়, চাষাবাদের পাশাপাশি বাজারে ভূষি মালের ছোট ব্যবসা আছে। সংসারে কোন অভাব অনটন নেই, মেয়ে দুটো বিয়ে দিয়ে দিয়েছেন, ছেলে তিনটাও ছোট খাটো ব্যবসা করছে। বাড়ীর চারিধারে বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভর্তি, ফল ফলাদি বা আনাজ না কিনলেও চলে, প্রয়োজনে পাশের বাজার থেকে মাছ, তেল কিনলেই হয়। বিপিন কাকা অতি মিশুক ধরনের মানুষ, ছোট বড় সবার সাথেই মিশেন, যাত্রাপালা, কীর্তন বা গানের অনুষ্ঠানে তার সরব উপস্থিতি, উপস্থিত থাকেন বাজারের কেরাম বা দাবার বোর্ডেও।

হঠাৎ একদিন সকালে চারিদিকে কানাঘুষা, ফিসফাস, বিপিন কাকা গতরাতে সপরিবারে ওপারে চলে গেছে। সব কাজ ফেলে গ্রামের লোকজন বিপিন কাকার বাড়ীতে হাজির, গোয়ালঘরে ঠিকই গরু বাঁধা, ছাগলের ঘরে ছাগল, হাঁস মুরগীর ঘরে হাঁস মুরগী ঠিকই আছে কিন্তু কোন ঘরে কোন মানুষ নাই, ঘরগুলোর দরজা খোলা। সবার মন খারাপ, এমন ভালো মানুষটা কেন সবকিছু ফেলে ভারতে চলে যাবে ! জানা গেল প্রতিবেশী এক মুসলমানের কাছে গোপনে সব বিক্রি করে রাতের আঁধারে ভারত চলে গেছেন, জমির ক্রেতা তাকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছেন, উনাদের চলে যেতে যেন কোন সমস্যা না হয় সেজন্য ক্রেতা বিষয়টি গোপন রেখেছেন, এখন এসেছেন দখল বুঝে নিতে।

সবার মুখে একই কথা, বিপিন বাবু কেন ভারত যাবেন, তার এখানে কিসের সমস্যা, তিনি তো স্বচ্ছল মানুষ, ভারতে যেয়ে কি উনি ভালো থাকবেন ? দিন আসে দিন যায়, মাস- বছর যায়, শোনা যায় বিপিন কাকার সেই হাসিখুশী জীবন আর নেই, দেহ ভারতে থাকলেও মনটা এই মাটির জন্য প্রতিনিয়ত কাঁদে। জীবন কোন সময় থেমে থাকে না, সময়ের পরিক্রমায় সবাই ভুলে গেছে বিপিন কাকাদের।

হঠাৎ এক গোধুলী লগ্নে হাটে-বাজারে, পাড়ায়- মহল্লায় সরব আলাপ বিপিন কাকা মাটির টানে ফিরে এসেছেন। সাথে ছোট ছেলে এসেছে, বেশ কিছুদিন থাকবেন, উঠেছেন পাশের বাড়ীর দাদার কাছে। সকাল বিকাল বিপিন কাকার চারপাশে মানুষের ভিড়, কেমন আছে, কেমন ছিলো, কেন চলে গেল, কতদিন থাকবে ইত্যাদি ইত্যাদি, সঙ্গে চা সিগারেট চলছে।

বিপিন কাকা আড্ডা জমিয়ে রেখেছে, মনে হচ্ছে তিনি আগের মতোই আছেন। হাট বাজারে যাচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, কালীতলার( বটতলায়) প্রার্থনা করছেন, সবার সাথে হাসিখুশি ভাবে চলছেন কিন্তু কোথায় যেন একটু ছন্দপতন হয়েছে, আগের সেই উচ্ছ্বলতার একটু ঘাটতি চোখে পড়েই। এভাবেই চলে গেল সপ্তাহ দুয়েক, শোনা গেল কাল সকালে উনি ভারতে ফিরে যাবেন, সবার সাথে কুশলাদি বিনিময় করে অনেক রাতেই ঘরে ফিরলেন। শরীরটা ভালো না লাগাতে রাতে আর কিছু খেলেন না।

ছেলেটা বেশ ভোরে উঠেছে, সূর্য উঠার আগেই বেরোতে হবে নইলে বর্ডার পার হতে সমস্যা হবে। নিজে স্নান শেষ করে কাপড় চোপড় গোছাচ্ছে আর বাবাকে ডাকছে কিন্তু বাবার কোন সাড়া না পেয়ে গায়ে হাত দিয়ে বজ্রাহত, দেহ একেবারে শীতল। ডুকরে কেঁদে ওঠে ছোট ছেলেটা, বাড়ীর সবাই দেখে কাউকে কিছু না বলেই বিপিন কাকা ঘুমের মধ্যেই পরপারে, জন্মভূমির মাটির মায়া ত্যাগ করতে পারলেন না বিপিন কাকা।

১৭.০৩.২০২৩

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif