বুনো…. ( ১৪)
শাহ সাবরিনা মোয়াজ্জেম
বুনো,
ডুমুরফুল পায়ে দলে
ক্রশ কানেকশানে কথা বলে
পুত্রের পড়াশোনার দোহাই দিয়ে
লেবাসের পর্দা সরিয়ে — কস্মিনকালেও
শুনিনি একথা বলবোনা —
তবে না শুনলেই ভালো হতো মনেহয়!
আধবুড়ো মাওলানা কিংবা মুয়াজ্জ্বিন
আর সেবার আধার যাদের বলা হয় — মতান্তরে সেবিকা —!
মাদ্রাসার কঠিন অনুশাসনে ঊর্ধ্বে
মগজে মননে বিলাসি প্রেম বাসা বাঁধে!
পেটের সন্তানের কল্যাণে মুয়াজ্জিনের
সাথে পরিচয় প্রণয় পরিণয়!
সস্তা ভালোবাসার বাহুল্যই বটে!
দুজন বিবাহিত দুজনার স্বামী ও স্ত্রী বর্তমান
অনুজ্ঞাপনকারি ছ-সন্তানের জনক। নারী এক পুত্র সন্তানের জননী!
দুজন কঠিন পরকীয়ার নিমন্ত্রণে লিপ্ত
— হয়ে শেষ অব্ধি বিয়ে!
ইসলাম সর্মথন করে — তাই ঘরে থাকা
স্ত্রীটির বুকে অদৃশ্য ছুরি বসিয়ে
— বিসমিল্লাহ কবুলের আধিক্যে মিছেই
— বাসর যেনো অকল্পনীয় ঠাকুরমার ঝুলি!
হুকুমদার আর হুকুম ধারিনির সাথে
— রাস্তায় সাক্ষাৎ — আহারে আমার বুলবুলি — সাক্ষাৎ মর্ত্যের — কালি!
মিয়াভাই, এটা তোমার দ্বিতীয় ওয়াইফ?
প্রক্ষেপণ জারি করে বলে, ইংরেজি বলোনা
— যা করেছি ইসলাম প্রেফার করে!
বলি— গুড!
দেখতে আসিস তোর ভাবীকে!
আদেস্টাপূর্ণ নারী বলেন, আপা আসবেন
— কিন্ত! নগদের উপর না বলে দিলাম!
মুয়াজ্জিন কিঞ্চিৎ নারাজ হয়েছেন!
তাতে আমার কি—?
সমাজে শঙ্খিনি পদ্মিনী হস্তিনী নারী আছেন। কে কোন ধাঁচের কে জানে?
তিনি হয়তো পদ্মিনি?
নয়তো — মেয়ে বিয়ে দিয়ে বাচ্চা কাচ্চা উপযুক্ত হয়েছে তাকে বশ করা সহজ কথা নয়! আবার মুয়াজ্জিনও কিঞ্চিৎ দলিতমথিত কমনিয় রমণিও বটে— না হলে এই গিঁটে — কে আঁটেন!
বিষয়ের তাৎপর্য নিহিত সঠিক কারণ
— আজো খুঁজে পাইনি!
সেবাদাত্রী একেবারে জীবন্ত ইহদামের
গেলমান— সেজে আসক্ত করেছেন মুয়াজ্জিনকে—
এই মুয়াজ্জিনও কিন্তু ব্যতিক্রম নন!
কার দোষ দেবো — বলুন!?
কৌমারি নারী নাইবা পেলেন
নারীতো পেয়েছেন —!
মাটির গর্ত মন্দ কি?
গর্ত হলেই হলো— আদম আর বিবি — হাওয়ার মতো!
বুনো,
একতারের গান শুনেছি বহুকাল!
দূর্গম নারী পেরিয়ে দো-তারার গান শুনেনি — কভু!?
অকারণত্ব স্বাদ জাগে মনে!
তবে আমার ব্যাকরণে — উচ্চমার্গীয় হতেই
—হবে!?
লঙ্ঘিত নারী অতিক্রম করা সম্ভব নয়!
নওয়াজোয়ান পুরুষ কাম্য নয়!
সন্তান লেবেল কিংবা ছোট ভাই লেবেল নয়
আবার ত্থুরত্থুরো বুড়োও নয়—!
অতি লঙ্ঘন সৃষ্টিকর্তাও পছন্দ করেননা।
সুবিবেচনা প্রসুত যা নয়
— তা আমার কখনো কাম্য নয়!
বুনো,
অতীন্দ্রিয় — মনোজগতের
গুঢ় রহস্যের মানে খোঁজার আগে
— চলো জীবনের মানে খুঁজি বার বার!
অজ্ঞেয় বিষয় অনুসন্ধান করি
— করি ব্যর্থ মনোরথের ব্যাঞ্জনা!
মরমিয়া গান শুনিনা আজকাল
তাইতো — ভালোবাসার ক্ষত বুকে নিয়ে
— আগলে রাখি তোমায়
— উত্তাল নিঃশ্বাসের উন্মাদনায়!
Leave a Reply