আমার জন্ম ভূমি
=শুয়েব আহমেদ শওকতি:
রত্ন গর্ভা জন্ম ভূমি
যার গরবে গর্বিত আমি।
বৃহত্তর পঞ্চখন্ড পরগনা
ভূতপূর্ব বিয়ানীবাজার থানা।
বর্তমানে বিয়ানীবাজার উপজেলা;
সিলেট বিভাগের সিলেট জেলা।
ফুলফলে সবুজ শ্যামলে ঘেরা
আধুনিক চাকচিক্যে সেরা।
অপরুপ ঊচুনিচু সমতল ভূমি
ফল ফসলে সুশোভিত জমি।
বৃক্ষতরু খাল বিল নদী হাওড় জলাসয়
খনিজ সম্পদ সহ আলিসান গৃহালয়।
প্রকৃতি লালিত রুপের মেলা
নিত্য নৈমিত্যিক করে খেলা।
তার আলো বায়ু ধুলা বালি
আপাদম্তকে রত্ন ভরা ডালি।
শৈশব কৈশরের কত স্মৃতি
সহপাঠি বন্ধুবান্দব প্রেমপ্রীতি।
অনবদ্য অনন্য মোদের কৃষ্টি
প্রাচীন ঐতিহ্যে অমলিন সৃষ্টি।
জ্ঞান গরিমা চিত্তবিত্ত সম্ভার
জ্ঞান বিজ্ঞানে অমূল্য ভান্ডার।
সর্বত্র আলোচ্য সমাচার
শীর্ষাধ্যায়ে বিয়ানী বাজার।
মনের মনি কোটায় দেয় দোলা
স্মৃতি দর্পনে হই আত্মভোলা ।
অনিমেষ বিমুগ্ধতায় হৃদয় নিংড়ায়
বিয়ানী বাজার সেই বালক বেলায়।
যত দেখি বিলেতের ডরসেট সুশ্রী ভূমি
উদাস প্রাণে স্মৃতি হেরি আমার জন্ম ভূমি।
♣ ♠♠ ♣
Leave a Reply