বর্ণচক্র
মেয়েটা রঙ বড্ড ভালোবাসে
লাল নীল হলুদ সবকটা
প্রতিটি রং যেন একেকটি সৃষ্টি কাব্য
দুর্বোধ্য কেবল সাদা।
একদিন সে সাদার মাঝে সব রং ঢেলে দেয়
ক্যালসিয়াম অক্সাইডের মত বুদঁবুঁদ শব্দ করে
বেরিয়ে আসতে থাকে,,,
ধূসর কালো দুঃখ,
চোখে মুখে স্বপ্ন আর আকাঙ্খা নিয়ে
রক্ত জবার মতো তারুণ্য,
গা ঘেঁষা সুসময়ের কিছু হলদে পাখি
বন্ধ বুকে জমে থাকা নীল বিষাদ
জন্ম মৃত্যুর মাঝে পম্পর্কের সেতু বেষ্টনী
গাঢ় কিছু সবুজ মায়া।
যার কিছুটা অথেন্টিক,, কিছুটা ভার্চুয়াল
অবশেষে বেরিয়ে আসে শ্বাশত মৃত্যু।
রিটার্ন টিকিট হিসেবে থাকবে
সাদা রঙের এক চিরকুট।
মেয়েটি বুঝতে পারে,
প্রতিটি জীবন মানেই
বর্ণচক্রে বাঁধা এক গোলকধাঁধা।
Leave a Reply