সময়ের স্রোতে
খ ম জাহাঙ্গীর হোসাইন
শোধনে মদন কেন এত কাঁদোন- অনিয়ম দুর্নীতি যায়না কি রোধন?
লোভে লালায়িত কত কিছু নিতো- কখনো হবেনা সে আর তো শোধন!
গাড়ি বাড়ি টাকা করি কামিছে ভুরি ভুরি- সততার সাথে তার নেই কোন জুড়ি,
স্বল্প বেতনে তার চলিত না সংসার – দুহাতে কুড়ায়েছে তাই অসৎ এর উপরি!
ফ্যাশনে তাহারে নতুন লাগে – ভূষনে দেখায় তাহার কত আভিজাত্য,
কথা আর কাজে একেবারে বাজে- চলনে বলনে মনে হয় সবই যেন সত্য!
ডিগ্রি আছে তার চাটুকারি মাস্টার- কাগজ-কলমে তার সবই যেন ফাঁকা,
বাবার শূন্য ভূমি থাকিবার নাই কোন জমি- পাঁচতলা বাড়ি তার রাজধানী ঢাকা!
বড় বড় কথা বলে নেতাদের সাথে চলে- চটি জুতো চোখে থাকে কালো চশমা,
দুর্নীতি অনিয়ম সততার হয়ে যম- গায়ে যেন পড়ে আছে নেতাদের তকমা!
পাড়াগায়ে আশেপাশে দেখে সবে মৃদু হাসে- কি করে পাল্টালো রাতা রাতি ভোল,
পকেটে পয়সা আছে ঘুড়িতেছে নেতাদের পাছে- নিজেই বাজায় নিজেদের ঢোল
Leave a Reply