মৃগতৃষা*
লায়লা আহমেদ সেলিনা
ঘুড়ি যা রে উড়ে মেঘের কোলে
নীল আকাশের বুকে,
সুতা ছেড়ে ঢিলা দিলাম ফিরে
এলো অতি শোকে।
প্রজাপতি সর্ষপ হলদে রঙে
সেজেছে নিজ অঙ্গে,
রোমশ্ খাঁজকাটা পাতার ভাঁজে খেলা
দুষ্টু ভ্রমর সঙ্গে।
নিশিরাতে দুঃখে পাহাড় কাঁদে
ঝর্ণা হয়ে ঝরে,
মোহনায় বিসর্জন দেয় যে দুঃখ
আনে সুখ ভরে।
চাঁদের আলো ঝিকিমিকি করে
ভাঙে পাখির মান।
গভীর বনে রাত জাগা যে পাখি
শোনাবে মধুর গান।
দুঃখ পেছন্ ফেলে সুখের আরশির
পেছন্ দৌঁড়াও সুজন,
থেমে দেখো সবই মরীচিকা
শূন্যে কোঠায় জীবন।
Leave a Reply