আমাদের প্রত্যেকের জীবনে এমন কি “হাইব্রিড কষ্ট”
-সান্ত্বনা
যন্ত্রনার শেকড়-বাকড় গুলো
পৌঁছে গিয়েছিলো হৃদয়ের অলিন্দ-নিলয় অব্দি,
বটের ঝুড়ির মত অজস্র কষ্ট নেমেছিল শরীর বেয়ে
তীব্র বেদনাদায়ক,উচ্চ ক্ষমতা সম্পন্ন
হাইব্রিড কষ্ট!!
বাম্পার ফলনের এই কষ্ট গুলো
ভাদ্দুরে রৌদ্রে শুকিয়ে সংরক্ষনে রেখে দেই
টিনের কৌটো ভরে।
বাতাসের সংস্পর্শে এলেই
স্বীয় সম্মান পচে দূর্গন্ধময় ভাঁগাড়ে শেয়াল,শকুনের উল্লাস
প্রহরী পাহারা দেয় গোলাবারুদ
ফাটাতে চায়না হাইড্রোজেন বোম
হাইব্রিড কষ্ট দলিলকৃত সম্পত্তি
হাতছাড়া করতে চায় না মন….
Leave a Reply