লাল সূর্যের বাংলাদেশ
(একটি দেশাক্তবোধক গান)
ড. মহসিন আলী, নিউ ইয়র্ক, আমেরিকা
শুক্রবার , ১৮ই নভেম্বর , ২০২৩ ইং সাল ।
ও আমার লাল সূর্যের দেশ, ও আমার সবুজ ঘাসের দেশ
সোনালী আলোয় রাঙ্গানো আমার সোনার বাংলাদেশ ।
ভোরের আলোয় শিশির ভেজা ফসলের ক্ষেত হাসে
কিষান কিষানীর হৃদয় যেন নেচে উঠে আনন্দ উল্লাসে ।
মাতোয়ারা ভ্রমর প্রজাপতি ফুল ফলের মধুর ঘ্রানে
ফসলে ভরা সোনার তরীতে মাঝি মাল্লা হায় ভাটিয়ালী গান ।
বিশ্বের বুকে উন্নত শীরে দাঁডিয়ে আছে আমার বাংলাদেশ ॥
ও আমার লাল সূর্যের দেশ, ও আমার সবুজ ঘাসের দেশ
সোনালী আলোয় রাঙ্গানো আমার সোনার বাংলাদেশ ॥
ফুলে ফলে মাছে ভাতে সাগর পাহাড় সমতল ভূমি জুড়ে
নদনদী খালবিল হাওড় জঙ্গলে মৌমাছি পশু পক্ষীর ভীরে
কিশোর কিশোরী নব বধুর হৃদয় মনে জাগে খুশীর শিহরন
গোলা ভরা ধানে পৌষ পার্বনে করে ঘরে ঘরে খুশীর বিনোদন ।
শিল্প কল কারখানায় নারী পুরুষ শ্রমিকের ঘাম ধরা দেশ
ও আমার লাল সূর্যের দেশ, ও আমার সবুজ ঘাসের দেশ
সোনালী আলোয় রাঙ্গানো আমার সোনার বাংলাদেশ ॥
যে দেশের মাটির ফসলের সাথে কথা কয় চাঁদ সুরুজ তারা
বাতাসে মেঘ উড়ে আকাশ ঢাকে শীতল করে ছায়া ভরা ।
বন বাদারে বট বৃক্ষ আম জাম কাঁঠাল ফল ফুলের কাননে
ফসলের মাঠে মৌমাছির গুন্জন খুশির উৎসব মধু আহরনে ।
বাদল বরিষণে বন্যা প্লাবনে জেগে উঠে নতুন রুপসী স্বদেশ
ও আমার লাল সূর্যের দেশ, ও আমার সবুজ ঘাসের দেশ
সোনালী আলোয় রাঙ্গানো আমার সোনার বাংলাদেশ ॥
ধন্য আমি জন্মেছি এই পরম পবিত্র পূণ্য ভুমির কোলে
জীবন গড়েছি সুখে শান্তিতে বাংলার আলো বাতাসে খেলে ।
পেয়েছি কত যে আদর যতন মায়ের মতন মধুর আলিঙ্গন
বাংলার গান কবিতা সুর ছন্দ ভালবাসায় পূর্ণ আমার জীবন ।
ঋণ রয়েছে অনেক আমার বাংলা মায়ের আঁচল ঢাকা দেশ
ও আমার লাল সূর্যের দেশ, ও আমার সবুজ ঘাসের দেশ
সোনালী আলোয় রাঙ্গানো আমার সোনার বাংলাদেশ ॥
Leave a Reply