মা
মোঃ নজরুল ইসলাম
এখনো ঘুমিয়ে আছো অলসের দল,
নামাজ পড়েছ সোনা,সত্যি করে বল?
মা’র ডাক শুনে ত্বরা বিছানাটি ছেড়ে
দেখি মায়ে লাঠি হাতে এসেছেন তেড়ে।
অকারণে দিন গেলো জীবন বিফল
এখনো মায়ের ডাক শুনি অবিকল!
মাগো তুমি লুকায়িত কোন সুদূরে
দেখা দেও ধরাধামের জীর্ণ কুটিরে!!
তুমি ছাড়া সবকিছু মিছে মনে হয়
তোমার বিহনে মোর মনে লাগে ভয়।
আস্তাটুকু ফিরে পেতে বড় ইচ্ছে হয়
পাবো কি পাবো না ফিরে রড়ই সংশয়!
মাতৃহীনা সন্তানের পদে পদে ভোগ
অসময়ে নেমে আসে কৃত্রিম দুর্যোগ!!
বরিশাল
১৮/৮/২০২৩
(কপিরাইট সংরক্ষিত)
Leave a Reply