আসিফ রাকিব গংয়ের চাঁদাবাজির সীমা ছাড়িয়ে গেছে।
১২ ই জানুয়ারী, বৃহঃবার, ঢাকা।
ক্রাইম রিপোর্টার
রাজধানীর শমরিতা হাসপাতাল সংলগ্ন ভবনে
ফ্ল্যাট কেনাবেচায় চাঁদাবাজির পর একই ভবনের আসিফ পিতা কামরুজ্জামান ও তারই ছোট ভাই রাকিব পাশ্ববর্তী প্লটের ডেভেলপারের কাজে বাধা দিয়ে চাঁদা দাবী করেছে বলে অভিযোগ উঠেছে।
ডেভেলপার কোম্পানি মেট্রো হোমস ডেভেলপমেন্ট
লিঃ এর জেনারেল ম্যানেজার নুরুল ইসলাম ও শেরেবাংলা নগর থানায় দায়েরকৃত
জিডি সূত্রে জানা যায় যে, গতকাল ৯১, পান্থপথ
ঢাকাস্থ প্লটে ভূমি-মালিক কতৃক মেট্রোর সাথে চুক্তি ও পাওয়ারকৃত ভূমিতে নির্মান-কাজ শুরু
করার প্রস্তুতি স্বরুপ উক্ত প্লটে লজিস্টিক কাজের
অংশ হিসাবে প্লটের প্রবেশদ্বারে এম এস গেইট লাগাইতে গেলে পাশ্ববর্তী ভবনের বাসিন্দা আসিফ
পিতা কামরুজ্জামান ও তারই ছোটভাই রাকিব এলাকার মাস্তানপ্রকৃতির আরও ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে নুরুল ইসলামকে
কাজে বাধা দেয়। বাধা দেওয়ার কারণ জিজ্ঞাসা
করলে আসিফ রাকিব গং তাদেরকে ১০ লক্ষ টাকা দিতে হবে বলে তারা দাবী করে। তারা আরও বলে যে, বুঝেন না কেন? এলাকায় কাজ শুরু করতে হলে লোকাল কমিশনার ইরান ভাই-সহ বড় ভাইদেরকে খুশি রাখতে হয়।
আসিফ রাকিবের দাবীকৃত টাকা না দিলে তারা
কোনো অবস্থাতেই প্রকল্পের কাজ শুরু করতে দিবে না এবং কোম্পানীর কোনো কর্মকর্তা কর্মচারীকে উক্ত প্রকল্পের ধারে কাছেও যাইতে দিবে না বলে হুমকি প্রদান করেছে । আর যদি কেউ প্রকল্পের কাছে কিনারে ঘেঁষার চেষ্টা করে তাহলে আসিফ রাকিব গং জায়গায় তাদের লাশ ফেলে দেবে বলে আল্টিমেটাম দিয়েছে।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানায় জিডি করতে গেলে প্রভাবশালী ব্যাক্তির নাম জড়িত থাকায় চাঁদাবাজির অভিযোগটি বাদ দিয়ে কেবলমাত্র কাজে বাধা দেওয়া ও ভয়ভীতির ব্যাপারে জিডি অন্তর্ভুক্ত করা হয়।
Leave a Reply