দিলরুবা জলি
কখনো ভীড় জমাও জ্ঞানের কাছে ,
কখনো ভীড় জমাও আত্মিক সাধনাতে ।
ভীড়তে যে তোমাকে হবেই –
চাইলেই তুমি পারো না পিছু হটতে ।
তোমার তৃষ্ণার্ত আত্মা তোমায় তাড়া করে বেড়াবে
তোমার অন্তঃপুরের পিপাসা মেটাতে ।
তোমার চিন্তা জাগরণ শক্তি
তোমায় পাড়ে ভীড় করাবে –
মনুষ্যত্বের স্তর ভারী করতে ।
সময় চলে যাবে ,সঙ্গী চলে যাবে –
থেকে যাবে তোমার আত্মসংশোধনের
পথযাএার গল্প।
কোথায় ছিলে তুমি ?
কোথায় গিয়ে আজো আটকে তুমি ?
কি শিখিয়েছে তোমার বিবেক তোমায় ?
তোমার আত্মশুদ্ধিতে তবে কেনো আজ
থমকে যাওয়া ফিরে ফিরে ?
জানতে তোমাকে হবেই !
ফিরতে তোমাকে হবেই !
হোক জাতির মঙ্গলের জন্য
হোক তোমার আত্মতৃপ্তির জন্য ।
তোমার তৃষ্ণার্ত আত্মা তোমায়
Leave a Reply