☆☆ শ্রমের প্রতি শ্রদ্ধা ☆☆
শত শত শ্রমিক ভাইয়ের
আন্দোলনের দিন
“মে” দিবসের জন্ম হলো
রক্ত ঝরা ঋণ।
বহু বছর আগের কথা
শহর শিকাগো তে
ন্যায্য দাবীর আন্দোলনে
প্রাঁণ যে দিলো তাতে।
যে মেয়েটি পাথর ভাঙ্গে
তপ্ত রোদের মাঝে
তার মনে কি “মে” দিবসের
ভাবনা জাগে কাজে ?
কারখানাতে যে ছেলে টির
ঘাম ঝরানো কাজ
মে দিবসের এমন দিনে
পাচ্ছে ছুটি আজ ?
মে দিবসে কলম নিয়ে
লিখতে বসে ভাবি
আজো দেখি শ্রমিকেরা
করছে ন্যায্য দাবী।
আইন কানুনের বালাই কোথায়
মানছে মালিক পক্ষ
নেতা – মালিক গলায় গলায়
আছে তাদের সখ্য।
শ্রম আইনের সুফল নিয়ে
যতোই করি বড়াই
গার্মেন্টস আর চা শ্রমিকে
করছে আজো লড়াই।
ন্যায পাওনা নিয়ে আর
নয় কো দানাই পানাই
সকল শ্রমের প্রতি আজ
সবাই শ্রদ্ধা জানাই।
Leave a Reply