“অশুভ বলয় “
….মোঃ আমানত উল্লাহ আমান
প্রতিটা নিত্য পণ্যের দাম
বাড়ছে রোজ সন্ধ্যা-সকাল !
এসব কি স্বাভাবিক?
নাকি ষড়যন্ত্রের পুরনো রীতি ?
চিৎকার করে বলছে না মানুষ
দহনের যন্ত্রনায় কাতরাচ্ছে রোজ !
প্রহরীরা মহাব্যাস্ত নিচ্ছে না খোঁজ !
ভাবছ কি সবাই হয়েছে বেজোস ?
নগর-গাঁয়ে যদি শোরগোল উঠে ?
যদি অভুক্তের আহাজারি গগনে ছোটে?
যদি সহ্যের সীমানা ছেড়ে –
নারী-শিশু-বৃদ্ধের চিৎকার ফোটে ?
তবে কি ঘুম ভাঙ্গবে কান্ডারী ?
চারিদিকে খাদ্যের ছড়াছড়ি
কিছু মানুষের জীবন কি বাহারী !
এত বৈষম্য কি করে থাকে ?
এটাই কি তবে সভ্য সমাজ ?
যদি কভু প্রতিবাদের কাল বৈশাখী ছোটে
তবে কি বলবে কিছু হয়েছে বটে ?
এখনো হয়তো হাতে আছে সময়
থামিয়ে দাও সব অশুভ বলয়।
গুড়িয়ে দাও সব সিন্ডিকটের আস্তানা
বন্ধ কর সব চাতুরীপনা
গড়ে নাও খেটে খাওয়া মানুষের হৃদয়ে ঠিকানা।
নয়তো হারিয়ে যাবে সময়ের স্রোতে
ক্লান্ত মানুষের মন শুনবে না কোন বাহানা।।
ছবি ঃ আমার প্রথম কর্মগুরুর সাথে।
Leave a Reply