শূন্যতার গল্প
বিজন রায়
হাত ধরার মত কেউ নেই!
পাশে বসার মত কেউ নেই!
কোথাও কেউ নেই আজ আর আমার!
অদ্ভুত এক আঁধারে ঢেকেছে পৃথিবী।
শান্ত নদীর বুকে চুপিসারে ঘুমিয়েছে চাঁদ,
দূরের ঝাউ বনের ভেতর হঠাৎ নিভিল কেন
জোনাকির আলো?এই ঘন কালো কালো আঁধারে,
কেউ জানি খুঁজিবে না আর আমারে!
আলো নেই,
ভালো নেই,
কোথাও কেউ নেই!
সান্ত্বনা দেবার মত কেউ নেই!
পাশাপাশি হাঁটার মত কেউ নেই!
শুধু নেই আর নেই সব
চাহিদার বিপরীতে,
ধূসর পৃথিবী,বিবর্ণ কাব্য
সবই অযাচিত।।
Leave a Reply