“সুশীল না কুশীল”
রচনায়:
সুশীল অর্থ বিবেকে গর্ত,
কখনো বুঝিনি আগে;
এখন দেখি তারা মেকি,
মাটির পুতলা লাগে।
তারা অন্ধ, ভালো মন্দ
দেখতে পায় না চোখে;
ফ্যাসিবাদের ধ্যান ধারণা
ধারণ করে বুকে।
আসলে তারা ফ্যাসিস্ট দ্বারা
তৈরী একটা যন্ত্র;
হৃদয়ে তাদের ঢুকিয়ে দিয়েছে
নির্দিষ্ট কিছু মন্ত্র।
দেশের টাকা করেছে ফাঁকা
পিয়ন থেকে রাণী;
সুশীল সমাজ তবুও বিলায়
তাদের পক্ষে বাণী।
পড়াশুনা করেছে লোনা,
জাতিকে ধ্বংস করতে;
সুশীলদেরকে দেখিনি কখনো
তাদের সে ভুল ধরতে।
জাতির শক্তি সবার ভক্তি
ছাত্রছাত্রী গণে;
সুশীল সমাজ কোন সহায়তা
করেনি তাদের সনে।
স্বৈরাচারের বুলেটে যখন
ছাত্রছাত্রী মরে,
তখনও তারা ফ্যাসিবাদের
পক্ষে মন্ত্র পড়ে।
ছাত্র হত্যার চরম দোসর
শিক্ষক আছে কিছু;
তারা ছোটে সব সময়ে
ষড়যন্ত্রের পিছু।
মরনকে যে সাথী করে,
তাঁর কি মরন আছে?
ফ্যাসিবাদের পতন হয়েছে
ছাত্র-ছাত্রীর কাছে।
ফ্যাসিবাদের ভাবনা এখনো
সুশীল কণ্ঠে জাগে!
সুশীল অর্থ বিবেকে গর্ত,
কখনো বুঝিনি আগে।
Leave a Reply