চল্লিশ বছর পর
মিঞা মাহবুব
………………
শপিং মলের বারান্দায় দাঁড়িয়ে
তুমি আমাকে দেখছিলে,
হারিয়ে যাওয়া কোন কিছু ফিরে পাওয়ার মত অনেকটা –
তির্যক দৃষ্টির প্রশ্নবোধক চিহ্ন ছিলো
তোমার চোখে,
হঠাৎ সেই চোখে চোখ পড়তেই
তুমি অন্য দিকে ঘুরিয়ে নিলে মুখ,
যেন চাঁদের উপর একখন্ড মেঘ এসে
আড়াল করে দিল জ্যোৎস্নাকে ।
স্ব-স্ত্রীক কেনাকাটায় ব্যস্ত থাকা স্বত্বেও
একটু অন্যমনস্ক হয়ে গেলাম,
বিশ্বাস হলোনা প্রথমে, – এ কী তুমি ?
আস্তে আস্তে উঠে গিয়ে তোমার পাশে দাঁড়াতেই হঠাৎ চকিত হরিণীর মতো
চমকে উঠলে তুমি,
আমি চেয়ে রইলাম তোমার দিকে কিছুক্ষণ অপলক।
তুমিও চেয়ে রইলে আমার দিকে,
বিস্মৃতির স্মৃতিরা এসে বুঝি ভীড় জমিয়েছে এ মুহূর্তে তোমার আমার সাথে ?
দেখলাম অশ্রুতে ঝাপসা হলো তোমার দু’চোখ,
কত জিজ্ঞাসা নিয়ে স্মৃতিরা এসে ভাঙ্গছে আমার বুক।
আস্তে করে মৃদুস্বরে বলেছিলে তুমি –
– ” কেমন আছো “!
হৃদয়ে বইছে ঝড় – আসেনা কোন উত্তর
কোন মতে শুধু বলেছিলাম, – ” ভালো”।
বল্লে আবার – ” দাঁড়ি রেখেছ, চুলেও পাক ধরেছে, আগের থেকে তোমায় এখন দেখতে লাগছে আরো সুন্দর ,
সাথে উনি – কে ” ?
বল্লাম আমি – ” তোমার ভাবি , তোমার সাথে ও – কে ” ?
মৃদু হেসে বল্লে – ” নাতনী, বেড়াতে এসেছি মেয়ের বাসায়, শপিং করতে এসে দেখা হলো তোমার সাথে ।
মনের অজান্তেই বলে পেল্লাম –
– ” কত বছর পর ” ?
টিসুতে চোখ মুছে বল্লে তুমি –
– “মনে হয় চল্লিশ বছর পর “।
…..…….১৭/৫/২০২২ইং
Leave a Reply