দূরত্বটা রয়ে-ই গেলো যোজন যোজন
— মিঞা মাহবুব
………………………..
আকাশের দূরত্বটা একটু দেখিয়ে দিবেন?
সেই কখন থেকে হাঁটছি, খুঁজেই পাচ্ছিনা।
নীলিমাকে কথা দিয়েছিলুম
ঠিকই একদিন পৌঁছে যাবো তার কাছে —
অথচ আমি যেন পথটাই হারিয়ে ফেলেছি।
বেভুলে কেবল হাঁটছি আর হাঁটছি —
নীলিমা আর আমার দূরত্ব খুব সামান্য
হাত বাড়ালেই মনে হয় ছুঁতে পারছি,
অথচ একটুও পারছিনা।
চোখের দূরত্ব আর মনের দূরত্ব
বুঝিনা দু’এর মধ্যে কেন এত বেমিল,
মনের চোখ নিমিষে দেখতে পায় সপ্তআসমান
কল্পনায় সে ঘুরে বেড়ায় পৃথিবী থেকে নক্ষত্রমন্ডল,
মাঝেমধ্যে স্রষ্ঠার সাথেও দেখা হয়ে যায় হঠাৎ
কথোপকথনে হয় কৌশল বিনিময়।
অথচ আকাশের দূরত্বটা একটুও খুঁজে পাচ্ছিনা
সরল পথটা সরল অংকের মতই
কেন এত কঠিন হয়ে গেল
কিছুই বুঝতে পারছিনা।
নীলিমাকে কথা দিয়েছিলুম
ঠিকই একদিন পৌঁছে যাবো তার কাছে —
তাকে আমি দেখছি –
অথচ তার কাছে পৌঁছাতে পারছিনা
তাকে আমি অনুভব করছি –
অথচ হাতে স্পর্শ করতে পারছিনা
তাকে আমি ভালোবাসি –
অথচ ভালোবাসা দেখাতে পারছিনা
আমার আর তার
দূরত্বটা রয়ে-ই গেল যোজন যোজন
জানি না এই দূরত্বের কোথায় শেষ
কোথায় হবে সবকিছুর অবসান-অবশেষ
কোথায় গিয়ে নদী পাবে সাগরের মোহনা
কোথায় গিয়ে পাবো সম্প্রীতির ভালোবাসার
অসাপ্রদায়িক একটি দেশ?
আপনারা কী কেউ বলতে পারবেন?
দিবেন কী কেউ দেখিয়ে —
আকাশের দূরত্বের ঠিকানা?
….……………………………………..
Leave a Reply