মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
❝সেবার ব্রতে চাকরি❞ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার মাঠ পর্যায়ের পরীক্ষার ৩য় দিনে ১৬০০ মিটার দৌড়, টায়ার ড্র্যাগিং, রোপ ক্লাম্বিং সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন হয়।
Physical Endurance Test (PET) পরীক্ষা কার্যক্রমে মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মুহম্মদ শামসুল আলম সরকার,পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয় এর উপস্থিতিতে চাকরি প্রার্থীরা Physical Endurance Test (PET) পরীক্ষায় অংশগ্রহন করেন।
এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি জনাব মোহাম্মদ ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এনসিবি) পুলিশ হেডকোয়ার্টার্স; জনাব মো. শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বগুড়া; সহ নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জ; জনাব সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) কিশোরগঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রার্থীদের Physical Endurance Test (PET) পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়।
কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা ধাপে ধাপে এমন সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো যে, শুধুমাত্র মেধাবী, যোগ্য ও শারীরিক ভাবে ফিট প্রার্থীরাই উত্তীর্ণ হতে পারে, অন্য কেউ নয়।
পুলিশ সুপার মহোদয় বলেন সম্পূর্ণ মেধা, স্বচ্ছতার মধ্য দিয়ে তোমাদের নিয়োগ হবে। তাই কোনো রকম প্রতারণার শিকার হবে না। নিয়োগ সংক্রান্তে যে কোন পর্যায়ে কোন প্রকার আর্থিক লেনদেনের সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের ফৌজদারি আইনের মুখোমুখি হতে হবে ও নিয়োগ বাতিল করা হবে।
আগামী (২২শে নভেম্বর ২০২৪) তারিখ Physical Endurance Test (PET)- এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Leave a Reply