সাবজল হোসাইন: সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ৬ জনের মধ্যে চারজনই শিশু।
ঘটনার সময় বসতঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে।
সোমবার দিনগত রাত ১২টার দিকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল এলাকার সরকারি আশ্রয়ণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ধর্মপাশা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সীমের খালে গিয়ে ছয়জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। রাত ১২টায় ধোঁয়া ও আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা জানালা বন্ধ দেখতে পান। চোখের পলকেই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় ঘরটি। এসময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয় জন। নিহতরা হলেন- এমারুল (৪৮), তার স্ত্রী পলি বেগম (৪২), চার শিশুসন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা (৫) ও ওমর ফারুক (৩)।
মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ঘটনাস্থলে যান।
মরদেহ দাফনে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে জানিয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, আশেপাশের কোনও ঘরে আগুন লাগেনি। এমারুল মিয়ার ঘরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে পুলিশ কাজ করছে।
Leave a Reply